২৫ মিনিটেই রোনালদোর ফাইনাল শেষ - Women Words

২৫ মিনিটেই রোনালদোর ফাইনাল শেষ

মাত্র ২৫ মিনিটেই ফাইনাল শেষ হয়ে গেলো ক্রিস্টিয়ানো রোনালদোর।! এমনটা স্বপ্নেও ভাবেননি পর্তুগিজরা। তাই খেলার ৬৫ মিনিট বাকি থাকার পরও, হার-জিত নির্ধারিত হওয়ার আগেই তাদের হৃদয়ভাঙ্গার স্বাদ নিতে হচ্ছে। লাখো-লাখো দর্শককে হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠ ছাড়তে হলো তাদের স্বপ্নদূত রোনালদোকে।

সেই সঙ্গে স্বপ্নের ফাইনালে যাকে ঘিরে শিরোপা প্রত্যাশা সেই মানুষই আর রইলেন না মাঠে। বদলি হিসেবে পর্তুগাল রিকারদো কুয়ারেসমাকে মাঠে নামিয়েছে। রোববার (১০ জুলাই) দিনগত রাতে ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে পা রেখেই প্রথম খেলোয়াড় হিসেবে ১২ বছরে দু’টি ইউরোর ফাইনাল খেলার কীর্তি গড়েন রোনালদো। তবে ফাইনালের মঞ্চে একটি গোলের আক্ষেপ থেকেই গেলো তার। এটি করতে পারলেই মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড টপকে যেতেন এই তারকা। এছাড়া সর্বোপরি তাকে ছাড়া তো দল ডুবলো হতাশাতেই। দুর্বল হয়ে পড়লো ভারসাম্য।