বরিশালে লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ - Women Words

বরিশালে লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বরিশালের কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ এর সাথে সুরভী-৭ নামের একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ যাত্রীর লাশ উদ্ধার কারা হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরো ৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পিএস মাহসুদ যাত্রী নিয়ে বরিশাল নৌ-বন্দরের উদ্দেশ্যে আসছিলো। বরিশাল নৌ-বন্দরে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমভি সুরভী-৭। ভোররাত ফজরের নামাজের সময় কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকার অংশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ষ্টিমার দুমরে-মুচরে গেছে।

ওই অংশে থাকা পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে উপ-পরিচালক তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি। আহত ৬ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বর্তমানে উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর সুরভী-৭ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।