প্রধানমন্ত্রীর প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলির চিঠি - Women Words

প্রধানমন্ত্রীর প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলির চিঠি

হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষদূত জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এমন প্রশংসা করেন।

চিঠিতে তিনি বলেন, ‘ইউএনএইচসিআর মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে চেষ্টা অব্যাহত রাখবে।’

জোলি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘২০২০ সালের মার্চ মাসে চালু হতে যাওয়া রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলার উদ্যোগ ও পরিকল্পনায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান থাকবে।’

রোহিঙ্গাদের মানবিক সহায়তার ব্যাপারে নিজের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বিখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের এমন সমর্থনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

গত ফেব্রুয়ারিতে ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।