তিন নারীকে সম্মাননা দিল সিলেট উইমেন্স চেম্বার - Women Words

তিন নারীকে সম্মাননা দিল সিলেট উইমেন্স চেম্বার

তিন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দিয়েছে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

নির্ভীক নারী উদ্যোক্তা হিসেবে সাংবাদিক বিলকিস আক্তার সুমি, তরুণ নারী উদ্যোক্তা হিসেবে রন্ধন শিল্পী সাবরিনা খান ও সৃজনশীল নারী উদ্যোক্তা হিসেবে কণ্ঠশিল্পী লাভলী দেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির আয়োজনে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বসন্ত উৎসব ১৪২৩ অনুষ্ঠিত হয়। এই উৎসবেই সকালে তিন নারী উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.এ কে মোমেন বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এক সাথে কাজ করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। নারীদের কাজে পুরুষদের সহায়তার আহ্বান জানান তিনি।

মমতাজ হারবাল প্রডাক্টের সহায়তায় দিনব্যাপী আয়োজিত উৎসবে নারী উদ্যোক্তাদের রকমারি পিঠার স্টলের পাশাপাশি ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, আমরা সিলেট বিভাগের নারী উদ্যোক্তাদের একত্রিত করতে এসব অনুষ্ঠানের আয়োজন করছি। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আর এর মধ্য দিয়েই অর্থনীতিতেও নারীদের অবদান থাকবে।

বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্সের সহ-সভাপতি হাসিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা পিঠার স্টল মালিকের হাতে পুরস্কার তোলে দেন।