কাস্ত্রোর নামে কোনও রাস্তা নেই, কোনও মূর্তি নেই - Women Words

কাস্ত্রোর নামে কোনও রাস্তা নেই, কোনও মূর্তি নেই

সমাজতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যু সংবাদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচিত হচ্ছে। পৃথিবীর তাবৎ শান্তিকামীরা ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের শ্রদ্ধা জানচ্ছেন। নিজেদের অনুভূতিও শেয়ার করছে। সেই তালিকায় আছেন নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিনও। নিজের ফেসবুক পেজে কাস্ত্রোকে নিয়ে তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

‘স্বপ্ন ছিল ক্যাস্ট্রোর কিউবা দেখতে যাবো। তা না হলেও ক্যাস্ট্রো  বেঁচে থাকতে যাবো। স্বপ্ন পুরণ হলো না। মানুষটি চলে  গেলেন। কমান্দান্তে চলে  গেলেন। গ্রেট লিডার চলে  গেলেন।  রেখে  গেলেন একটি দেশ,  যে  দেশে আছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষিত’র হার ৯.৮%,গড় আয়ু ৭৯.১, যে দেশে ক্যাস্ট্রোর নামে  কোনও রাস্তা  নেই,  কোনও মূর্তি  নেই। ক্যাস্ট্রোর  ছোট্ট একটি দ্বীপ কিউবা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে এবং টিকে  থেকেছে। কতবার ক্যাস্ট্রোকে খুন করতে চেয়েছে আমেরিকা, পারেনি। আমেরিকার অনেক কিছু  শেখার আছে কিউবা  থেকে। সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা কবে করবে আমেরিকা? কিউবা যা  পেয়েছে আমেরিকা কি পারবে কখনো? এক ক্যাস্ট্রো যা পেরেছেন, গত পাঁচ দশকে আমেরিকার ন’জন  প্রেসিডেন্টও তা পারেননি’।