কাউকে শুরু করতে হয়, স্ল্যাট আর নষ্টা হয়েই! - Women Words

কাউকে শুরু করতে হয়, স্ল্যাট আর নষ্টা হয়েই!

শামীমা মিতু
আমি আমার স্কুলে পরিচিত ছিলাম স্ল্যাট হিসেবে! আমার আগে মেয়েরা স্কুলের হয়ে ব্যাডমিন্টন খেলতো সালোয়ার কামিজ পরে ওড়নায় সেপটিপিন লাগিয়ে গিট্টু দিয়ে। আমি খেলা শুরু করেছিলাম ট্রাউজার্স আর টিশার্ট পরে। তাই লোকে বলতো, আমি বুক উচায় দেখিয়ে বেড়ায়! এখন সেই স্কুলের মেয়েরা টিশার্ট ট্রাউজার্স, স্পোর্টস ক্লথ পরেই খেলায় অংশ নেয়।
ছেলেদের তাস খেলার জায়গাকে লাইব্রেরি বানাতে আমার মামা আর তার ছেলে বন্ধুদের সাথে আমিও হাত লাগিয়েছিলাম। তাই লোকে বলতো, আমি নষ্টা মেয়ে! ঈদের সালামি জমিয়ে কেনা সব বই দিয়েছিলাম লাইব্রেরিতে। এখন সেই লাইব্রেরি বিশাল আকার ধারন করেছে, লাখ টাকার অনুদান পেয়েছে সরকার থেকে। সেই লাইব্রেরির প্রতিষ্ঠাকালীন সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমার নামটি আছে।
কাউকে না কাউকে শুরু করতে হয়, স্ল্যাট আর নষ্টা হয়েই!