উবারে ভয়ংকর ঘটনার মুখে সোনম কাপুর - Women Words

উবারে ভয়ংকর ঘটনার মুখে সোনম কাপুর

রাইড শেয়ারিং উবার চালকদের হাতে বিভিন্ন সময় সাধারণ মানুষদের হেনস্থা ও বিপদে পড়ার খবর আলোচনায় এসেছে বহুবার। বিশেষ করে বাংলাদেশ ও ভারতে প্রায়ই আমরা এমন অনাকাঙ্খিত ঘটনার কথা শুনেছি, কখনো বা মুখোমুখিও হয়েছি। তবে এবার এ অঞ্চলে নয় খোদ ব্রিটেনের মাটিতে এমনই ভয়ংকর অবস্থার মুখোমুখি হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনেই থাকেন সোনম। সেখানেই এ অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে। যা শেয়ার করেছেন তার ফ্যানদের মাঝে।

আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অভিনেত্রী সোনম কাপুর এক টুইট বার্তায় লিখেছেন, ‘উবারে উঠে এক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে তার।’

সবাইকে সাবধান করে পোস্টে তিনি বলেন, ‘উবার লন্ডনে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। প্লিজ, প্লিজ আপনারা সবাই সাবধান থাকবেন। নিরাপদ থাকার জন্য অ্যাপ ক্যাব নয়, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন। আই অ্যাম সুপার শেকেন।’

কিন্তু তার সঙ্গে ঠিক কী ঘটেছে তা বিস্তারিত জানান নি এ অভিনেত্রী। এরপরই শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কী এমন হল অভিনেত্রীর সঙ্গে যে এতটা ভয় পেয়ে গিয়েছেন তিনি?

এক টুইটার ব্যবহারকারী সেকথা অভিনেত্রীকে জিজ্ঞেস করতেই সোনম বলেন, ‘গাড়ির চালক একেবারেই স্বাভাবিক ছিলেন না (আনস্টেবল)। প্রথম থেকেই অকারণে ভীষণ জোরে চিৎকার করছিল সে। আমি ভয়ে কাঁপছিলাম।’

তবে ‘আনস্টেবল’ মানে তিনি মত্ত অবস্থা বোঝাতে চেয়েছেন কি-না, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী।

প্রিয় অভিনেত্রী এ রকম ঘটনার সম্মুখীন হওয়ায় ফ্যানেরাও চিন্তিত। একজন লিখেছেন, ‘খুব খারাপ লাগছে শুনে। আমিও কিছু দিন আগে ঠিক একইরকম ঘটনার সম্মুখীন হয়েছি লন্ডনেই।’

আরেকজনের বক্তব্য, ‘শুধু লন্ডনেই নয়, ভারতেও এ রকম ঘটনা দেখতে পাওয়া যায়।’

এ ঘটনায় উবারের তরফ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। সোনমের ওই টুইটের প্রত্যুত্তরে উবার লিখেছে, ‘খুব খারাপ লাগছে সোনম। আপনার ব্যক্তিগত ইমেল আইডি থেকে আমাদের অভিযোগ জানান। যত শীঘ্র আমরা ব্যবস্থা নেব।’

ঘটনা এখানেই শেষ নয়। সোনম পাল্টা টুইট করে ওই সংস্থাকে বলেন, ‘বহুবার আপনাদের অভিযোগ জানানোর চেষ্টা করেছি। কোনও লাভ হয়নি।’

গত বছর থেকেই বিভিন্ন কাজের জন্য মাসে বেশ কিছুবার লন্ডন যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে এ ধরনের ঘটনার সম্মুখীন হলেন এই প্রথমবার।