দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নাকচ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী - Women Words

দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নাকচ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের না থাকার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয়বার গণভোট আয়োজনের দাবী উঠেছিল। এর পক্ষে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার আর কোনো ভোটের সুযোগ নাকচ করে দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে।

আজ বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে তিনি এ কথা বলেন। টেরিজা মে বলেন, দ্বিতীয়বার আর গণভোটের কোনো সুযোগ নেই, বিষয়টি নিশ্চিত। ব্রেক্সিটে জনসাধারণ যে রায় দিয়েছেন সেটিই বহাল থাকছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ জুন ব্রেক্সিটে গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে আসে ব্রিটেন। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন টেরেসা।