১০০ প্লাস্টিক সার্জারির পর মডেল ক্রিস্টিনার মৃত্যু - Women Words

১০০ প্লাস্টিক সার্জারির পর মডেল ক্রিস্টিনার মৃত্যু

নিজের শরীরে শতাধিক প্লাস্টিক সার্জারি করানো বিতর্কিত ‘ইনস্টাগ্রাম মডেল’ ক্রিস্টিনা মার্তেলি মারা গেছেন। শারীরিক সৌন্দর্য ও আকর্ষণ বাড়ানোর জন্য তিনি এগুলো করিয়েছিলেন।বিভিন্ন পোস্টে অশালীনভাবে নিজেকে প্রদর্শনের জন্য তিনি ছিলেন বিতর্কিত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত মঙ্গলবার আরেকটি প্লাস্টিক সার্জারি করানোর সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ক্রিস্টিনার। আরেক ‘ইনস্টাগ্রাম মডেল’ অ্যামি অ্যান্ডারসনের পোস্টে ক্রিস্টিনার মৃত্যুর খবর জানা যায়।

১৭ বছর বয়স থেকে ক্রিস্টিনা মার্তেলি তাঁর শরীরে একের পর এক অস্ত্রোপচার করান। আকর্ষণীয় এই মডেল কানাডার কিউবেকে বেড়ে ওঠেন।

ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে ক্রিস্টিনা বলেছিলেন, প্লাস্টিক সার্জারির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশকে আকর্ষণীয় করে তোলা তাঁর শখ। একবার তিনি বলেছিলেন, ‘আমার শরীরের সৌন্দর্যকে অন্য এক স্তরে নিয়ে যেতে চাই বলেই এত অস্ত্রোপচার।’

প্লাস্টিক সার্জারি উপভোগ করতেন ক্রিস্টিনা। এ কারণে তিনি বলতেন, সবারই প্লাস্টিক সার্জারি করা উচিত। ইনস্টাগ্রামে ক্রিস্টিনার অনুসারী ৬ লাখ ২০ হাজার।