সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত! - Women Words

সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত!

মরুময় সৌদি আরবে তুষারপাত হয়েছে। রাতারাতি বালির মরুভূমি ঢেকে গেছে বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে তাপমাত্রা হঠাৎ একেবারে শূন্যের নীচে! এটাকে বিরল ঘটনা বলছেন স্থানীয়রা।

সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি ঢেকে গিয়েছে বরফের চাদরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরলতম। এর আগে এমন কোনও দিন ঘটেনি। সৌদি আরবের উত্তরে আল জফের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নীচে। বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন। হঠাৎ এই ভাবে বরফ পড়া নিয়ে যেমন তাঁরা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও। রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড বনে যাবে কখনও ভাবেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।

সূত্র : আনন্দবাজার