সাফ ফুটবলের সেমিতে বাংলাদেশ: কথা রাখল সাবিনার দল - Women Words

সাফ ফুটবলের সেমিতে বাংলাদেশ: কথা রাখল সাবিনার দল

মেয়েদের সাফ ফুটবলে গতকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত ম্যাচের ছয় গোলের পাঁচটিই করেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। অন্য গোলটি সিরাত জাহান স্বপ্নার।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল ভারত।

পর পর দুইটি হার; গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। তাই এক ম্যাচে জিতেই সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের।

গত সাফে আফগানিস্তানকে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ওই ম্যাচে ভারতের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবেন সাবিনারা।

ঘরোয়া ফুটবলে নিয়মিত গোল করলেও আন্তর্জাতিক অঙ্গনে সুবিচার করতে পারতেন না সাতক্ষীরার মেয়ে সাবিনা। তবে সেই দুর্নাম কাল ভালোমতোই ঘুচিয়েছেন তিনি।

দাপুটে বাংলাদেশের কাছে কাল পাত্তাই পায়নি আফগানিস্তান। সাবিনার কাছেই যেন হেরে গেছে আফগান মেয়েরা। ছয় মিনিটে সাবিনা প্রথম গোল করেন। ১৫ মিনিটেই দ্বিগুণ করেন ব্যবধান। ৪০, ৪৪ ও ৪৮ মিনিটে করেন বাকি তিনটি গোল। ৮১ মিনিটে সাবিনাকে তুলে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। ৮২ মিনিটে সিরাত জাহান করেন ষষ্ঠ গোলটি।

ঢাকা ছাড়ার আগে সাবিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে খেলা।’ প্রথম ম্যাচটি জিতে সেই প্রতিশ্রুতি রেখেছে সাবিনার দল।