সময় টিভির টক শোর রেকর্ড চাইলেন আদালত - Women Words

সময় টিভির টক শোর রেকর্ড চাইলেন আদালত

সময় টিভিতে গতকাল মঙ্গলবার সম্প্রচারিত ‘সম্পাদকীয়’ নামের টক শোর অডিও, ভিডিও ও শ্রুতিলিখন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বেসরকারি টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রযোজককে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এসব জমা দিতে বলা হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ বুধবার বিষয়টি আদালতের গোচরে আনেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এই টক শো অনুষ্ঠানের বিষয় ছিল ‘যুদ্ধাপরাধের বিচার এবং “কাঠগড়ায়” প্রসিকিউশন’। যা গতকাল রাত ১০টায় প্রচারিত হয়।

ট্রাইব্যুনাল, এই আদালত ও মীর কাসেম আলীর রায় নিয়ে টক শোতে যেসব আলোচনা হয়েছে, তা আদালত অবমাননাকর কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে আদালতকে জানান মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি আদালতের নজরে আনার পর  এই রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাসগুপ্ত ওই টক শোর অতিথি ছিলেন । সঞ্চালনায় ছিলেন আহমেদ জোবায়ের।

সূত্র: প্রথম আলো