সম্প্রচার চলাকালে দুই সাংবাদিককে গুলি করে হত্যা - Women Words

সম্প্রচার চলাকালে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

এফএম ১০৩.৫ রেডিও স্টেশনে চলছিলো সম্প্রচার। হঠাৎ ‘গুলি, গুলি, গুলি’ বলে চিৎকার করে ওঠেন এক নারী। ঘটনা বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন দুই সাংবাদিক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এমন ঘটনা ঘটেছে ডমিনিকান রিপাবলিকের ডমিংগো’র পূর্বের শহর সান পেদ্রো ডি মাকোরিসে।

রেডিও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলার মধ্যেই দুই রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ৩ বন্দুকধারী। ঘটনার পরই তিন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরো এক নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দুই সাংবাদিকের মধ্যে একজন অনুষ্ঠানটি চলার সময় ফেসবুক লাইভ করছিলেন। তখনই তিনি গুলিবিদ্ধ হন। লাইভ ভিডিওর ফুটেজে দেখা গেছে, অনুষ্ঠানের মাঝে হঠাৎ গোলাগুলি শুরু হয়।

পুলিশ জানায়, নিহতদের একজন ওই রেডিওর অনুষ্ঠান উপস্থাপক লুইস মানুয়েল মেদিনা এবং অন্যজন রেডিও প্রডিউসার লিও মার্টিনেজ।

সূত্র: বিবিসি, সিলেটটুডে