শুদ্ধ শিল্প কি আমরা অনেকেই জানিনা - Women Words

শুদ্ধ শিল্প কি আমরা অনেকেই জানিনা

নমিতা দাশ সানি
উনার মিউজিক ভিডিও অনেকেই দেয়ালে শেয়ার করেছেন। তনু, মিতু এবং চাপাতি সিরিয়ালের পর আমাদের একটু বিশ্রাম দরকার ছিলো,ব্যাস পেয়ে গেলাম আলম কে। আলম একজনের নাম, কিন্তু এই রকম আলম সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন , যাদের ইচ্ছাটুকুই পুঁজি। এটা নিয়েই ওরা ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে উঠে। একদিন আলো করে জ্বলে উঠে । শিল্প একটা মাধ্যম- বিনোদনের। এ দেশের অনেক স্বনামধন্য শিল্পী আছেন, বিশেষত সিনেমার নায়ক, নায়িকা যারা অনেকেই নিজেদের কাজ নিয়ে তাদের সন্তানদের কাছেও লজ্জা পান। তাদের বাচ্চারা কখনো বলে না তারা অমুক নায়কের বা অভিনেতার ছেলে বা মেয়ে। কারণ হয়তো তাদের কাজ শিল্পমান উত্তীর্ণ হয় না, তাই। কিন্তু যাদের কাজ অনেক অনেক প্রশংসার যোগ্য তাদের আমরা কতটুকু সম্মান দেই, শ্রদ্ধা করি ? অভিনেত্রী দিতি মারা যাওয়ার পরে পত্রিকায় ছোট করে একটা খবর- এই তো। এরকম আরও কতো আছেন, যারা খুব নিরবেই চলে গেছেন, কোনও দাগ ফেলতে পারেন নি কোথাও। কিন্তু যদি কেউ বৌ ছেড়ে দেয়, বা জামাই ছেড়ে দেয় , আত্মহত্যা করে তাহলে সেই খবর আমরা গোগ্রাসে গিলি। এই মুহূর্তে আমাদের দেশের জনপ্রিয় গায়ক কে, অভিনেতা, নায়ক, নায়িকা, জনপ্রিয় লেখক – অনেকেই তাদের নাম মনে করতে চান না। কি খ্যাত , ছিঃ । এদের নাম আবার কেউ মনে রাখে নাকি ! আসলেই তাই। আমরা এদের মনে রাখতে চাই না। আমরা ভীষণ চাপে আছি, আমরা বিনোদন চাই, তির্যক বিনোদন। আমাদের বিনোদন- চাপাতি বিনোদন, টক শো বিনোদন। শুদ্ধ শিল্প কি, সেটা থেকে কিভাবে বিনোদন পাবো, সেটা আমরা অনেকেই জানিনা, জানলেও ভুলে গেছি। কেউ নাচ করে শুনলে আমরা বলি- নাচ দিয়ে কি হবে, বাঈজী নাচাবো নাকি ? গান জানলে বলি- জলসাঘর বানাবো নাকি ? আমাদের মানসিকতার কোথায় যেন একটা অমাবস্যার অন্ধকারে ঢেকে আছে। সুচিত্রা ভট্টাচার্যের ‘কাছের মানুষ’ উপন্যাস আমাদের কাছে পরকীয়ার গল্প। এখানে শিল্প নেই, জীবন নেই। আমরা শুধু ক্রীড়া খুঁজি। টিভি খুলে সারা দিন দীপিকা , প্রিয়াংকা দেখি আর মাপতে থাকি। এই আমাদের বিনোদন। আলম কে নিয়ে মজা করি, জনি লিভার কে দেখে ঠিকই আনন্দ পাই । ভাবি না আমাদের দেশে কেন জনি লিভার জন্মায় না।

নমিতা দাশ সানি, চিকিৎসক