লঞ্চ মালিকদের বৈঠকেও সিদ্ধান্ত আসেনি, ধর্মঘট অব্যাহত - Women Words

লঞ্চ মালিকদের বৈঠকেও সিদ্ধান্ত আসেনি, ধর্মঘট অব্যাহত

বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মত ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। আজ বৃহস্পতিবার ধর্মঘট নিয়ে  লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।   

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার শ্রম পরিদপ্তরে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ‘শিগগির সমাধান হওয়ার’ আশা প্রকাশ করেন পরিদপ্তরের পরিচালক এফ এম আশরাফুজ্জামান। মালিক-শ্রমিকদের সঙ্গে আবারও বৈঠক হবে বলে জানান তিনি।

এর আগে গত বুধবার রাতে শ্রমিকদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠকও কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়।

আজকের বৈঠকের পর সরকারের প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি, কিন্তু দুটি বৈঠকেই এ ব্যাপারে অগ্রগতি হয়েছে।

নৌযান চলাচল স্বাভাবিক আছে বলে মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে। ধর্মঘটের প্রথম দুই দিনের মতো বৃহস্পতিবারও সদরঘাট থেকে ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ। ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কয়েকটি।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো শাহ আলম বলেন, শ্রম মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে তাঁরা বৈঠক করেছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে।

সূত্র: প্রথম আলো, বিডিনিউজ২৪