রিও অলিম্পিক: দ্রুততম মানবী এলেইন টম্পসন - Women Words

রিও অলিম্পিক: দ্রুততম মানবী এলেইন টম্পসন

রিও অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এলেইন টম্পসন। বাংলাদেশ সময় রোববার সকালে ২৪ বছর বয়সী টম্পসন সময় নেন ১০.৭১ সেকেন্ড।

দুই বারের চ্যাম্পিয়ন জ্যামাইকার তারকা স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস শুরুতে এগিয়ে থাকলেও ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়। হ্যাটট্র্রিক শিরোপা অধরা থেকে গেল তার। যুক্তরাষ্ট্রের টরি বোয়ি ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য পদক।

প্রথম হওয়ার পর অবাককন্ঠে টম্পসন বলেন, “আমি যখন শেষ করলাম এবং আশেপাশে তাকিয়ে দেখলাম আমি বিজয়ী, তখন বুঝতে পারছিলাম না কিভাবে উদযাপন করবো।”

ফ্রেজার-প্রাইস জানান, ১০০ মিটারের পদক জ্যামাইকাতেই থাকছে দেখে তিনি সবচেয়ে খুশি।

১০০ মিটারে সোনা আর ব্রোঞ্জ পদকই রিও অলিম্পিকে জ্যামাইকার প্রথম অর্জন।