রাজশাহীতে শারমিন হত্যা: স্বামীর মৃত্যুদন্ড - Women Words

রাজশাহীতে শারমিন হত্যা: স্বামীর মৃত্যুদন্ড

রাজশাহীর গৃহবধূ শারমিন আক্তার লিপি হত্যা মামলায় স্বামী রফিকুল ইসলামকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক কে এম শহীদ আহমদ এ রায় ঘোষণা করেন। আসামি রফিকুল এ সময় উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়ার মোহাম্মদ আলী মেকারের ছেলে।

সরকারি কৌঁসুলি (পিপি) ইসমত আরা বলেন, রফিকুল ইসলামের ভবানীগঞ্জ হিন্দুপাড়ার বাড়িতে ২০০৭ সালের ৭ আগস্ট তার স্ত্রী শারমিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, “ঘটনার পর শারমিনের বাবা একই উপজেলার হামির কুৎসা গ্রামের লুৎফর রহমান পাঁচজনের নামে বাগমারা থানায় মামলা করেন। যৌতুক চেয়ে না পেয়ে তাকে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন।”

ইসমত আরা আরও জানান, তদন্ত শেষে পাঁচজনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ।

তিনি বলেন, নয় বছরের বেশি সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক রফিকুলকে মৃত্যুদণ্ড দেন। অন্য চারজনকে খালাস দেওয়া হয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪