যেসব ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে পারদর্শী - Women Words

যেসব ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে পারদর্শী

বহু ক্ষেত্রে নারীর সমানাধিকার নিশ্চিত হয়নি ঠিকই, কিন্তু কিছু ক্ষেত্রে নারীরা এমনিতেই পুরুষদের চেয়ে পারদর্শী৷ জেনে নিন সেসবের কথা৷

যে নারী গন্ধ চেনে
নারীর নাক পুরুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল৷ তাই যে কোনো সুগন্ধ বা গন্ধ নারীর নাকে আগে এসে পৌঁছায়৷ কারণ নারীদের মস্তিষ্কের গন্ধকেন্দ্রের নার্ভে ক্রসসংযোগ থাকে পুরুষেদের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি৷

নারীর অনুভূতি
অনুভূতির ক্ষেত্রে যে নারী এগিয়ে সেকথা বহুল উচ্চারিত৷ নারীর নরম হাতের প্রতিটি নার্ভসেলের স্কয়ার সেন্টিমিটার নাকি পুরুষের শক্ত হাতের নার্ভসেলের চেয়ে বড়৷

নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
যে কোনো অসুখের বিরুদ্ধে নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের তুলনায় বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে৷ তবে তা নারীর সেক্স হরমোন ‘ইস্ট্রোজেন’-এর কারণে৷ তাছাড়াও ‘ইস্ট্রোজেন’ নারীর রক্তনালীকে সুরক্ষা করে এবং নারীর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সহায়তা করে থাকে৷

নারীর ‘কুলনেস’
‘ইস্ট্রোজেন’ নারীর স্ট্রেস হরমোনকে একদিকে যেমন দমন করে, তেমনি অন্যদিকে বড় ধরনের কোনো স্ট্রেসের সময়ও নারীকে শান্ত রাখতে বিশেষভাবে সহায়তা করে এই হরমোন৷

চিন্তা ভাষায় ভিন্নতা
মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায়ই শিশু মস্তিষ্কে পুরুষ হরমোন টেস্টোস্টেরন এবং নারী হরমোন ইস্ট্রোজেন আলাদাভাবে বিকাশ ঘটে৷ বহু সমীক্ষা থেকে জানা গেছে যে, নারীদের চিন্তা-ভাবনা, বোঝার ক্ষমতা বা অনুভূতি অনেক গভীর হয়৷ তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় অনেক সহজ ভাষায় তাদের মনের ভাব বা কোনো কঠিন কথাও সহজে বলে ফেলতে পারে৷

অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সচেতন
গবেষণায় জানা গেছে, পুঁজি বা শেয়ার বাজারের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের লাভ হয় শতকরা দুই ভাগ বেশি৷ কারণ অর্থ বিনিয়োগের ব্যাপারে মেয়েরা বেশি সচেতনতার পরিচয় দিয়ে থাকে৷

মেয়েরা সতর্ক ড্রাইভার
জার্মানির ট্র্যাফিক আইন অমান্য বা জোড়ে গাড়ি চালানো অপরাধীদের মধ্যে মাত্র ২১ শতাংশ নারী৷ আর শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে তিন ভাগের দুইভাগই ঘটে থাকে পুরুষদের কারণে৷ এই পরিসংখ্যান জানা গেছে জার্মানির ফ্লেন্সবুর্গ-এ ট্র্যাফিক অপরাধমূলক সংস্থা থেকে৷

সূত্র: ডিডাব্লিউ