মিশরের প্রথম ও একমাত্র বধির দন্ত চিকিৎসক বাবলি - Women Words

মিশরের প্রথম ও একমাত্র বধির দন্ত চিকিৎসক বাবলি

বধির হয়ে জন্মে নিলেও বিকলাঙ্গতাকে স্বপ্ন পূরণের পথে বাধা হতে দেননি ইসরা এল বাবলি। তিনি হলেন মিশরের প্রথম এবং একমাত্র বধির দন্ত চিকিৎসক। এই পেশায় সুনামও কুড়িয়েছেন তিনি। বিবিসি স্টোরিজ এই নারীর বিজয়গাথা তুলে এনেছে।

ইসরা বলেন, যেকোনো কিছু করা সম্ভব- এই কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করি আমি। বধির মানুষরা যে অসমর্থ নন তা প্রমাণ করতেই আমি ডেন্টাল স্কুলে ভর্তি হই।  

কিন্তু বধির অবস্থায় চিকিৎসক হয়ে ওঠা চাট্টিখানি কথা নয়। তবে তার পাশে ছিল পরিবার। ইসরা বাহরাইনে চলে যান। কারণ, নিজ দেশের অনেক স্কুল তাকে শিক্ষার্থী হিসাবে ভর্তি করতে রাজি হয়নি। সেখানে চেষ্টা করতে থাকেন। বধির হওয়ার কারণে সব স্কুলে ভর্তির আবেদনপত্র নাকচ করা হয়। অবশেষে মিশরেরই একটি স্কুল তার আবেদনপত্র গ্রহণ করে।  

ইসরা বলেন, আমরা সবাই ভিন্ন। আমাদের সবারই নিজ নিজ দুর্বলতা রয়েছে। কিন্তু একে শক্তিতে পরিণত করা যায়। আপনি যখন মানসিকভাবে শক্তিশালী থাকবেন, যখন অন্যদের ভাবনার বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না, তখনই গোটা বিশ্ব আপনার সামনে মাথানত করবে।