মাঝ আকাশে বিমানে জন্ম নিল এক কন্যা শিশু - Women Words

মাঝ আকাশে বিমানে জন্ম নিল এক কন্যা শিশু

গিনির রাজধানী কোনার্কি থেকে তুরস্কের ইস্তান্বুলের দিকে যাচ্ছিল টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। ছাড়ার কিছু সময় পরে ওই বোয়িং-৭৩৭ তে এক কন্যা শিশুর জন্ম দেন একজন নারী।

টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, নাফি দায়াবি নামে একজন গর্ভবতী নারী (গর্ভধারণের ২৮ সপ্তাহ চলছিল) বিমানে ওঠার পর তার প্রসববেদনা শুরু হয়।

এরপর তাকে প্রসবকাজে সহায়তা করেন বিমান সেবিকারা। এবং কয়েকজন যাত্রী। জন্ম হয় শিশু ‘কাদিজু’র। বোয়িং ৭৩৭ বুর্কিনা ফাসোতে অবতরণের পরে মা ও নবজাতক দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজনেই কিছুটা ক্লান্ত হলেও সুস্থ রয়েছে।

কাদিজু জন্ম নেওয়ার পরেই তাকে কোলে নিয়ে আনন্দে মাতেন বিমান সেবিকারা। এই খবর ঘণ্টাখানেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমনকি তুর্কি এয়ার লাইন্স তাদের অফিসিয়াল টুইটার আইডি থেকে ছবিসহ ঘটনাটি প্রকাশ করেছে। স্বাগত জানিয়েছে সদ্যজাত এই কন্যাকে। ধন্যবাদ জানানো হয়েছে বিমান ক্রুদেরও।