ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা - Women Words

ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে জাতি স্মরণ করছে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরদের, ১৯৫২ সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে  পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন।

তারপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, কূটনীতিকদের পর শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাসীন ১৪ দলের নেতাকর্মীরা।

এরপর রাত ১টা ২২ মিনিটে শহীদ মিনারে আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। পরে তারা  শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেন।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, জিএস মুরসালিন নোমানীরসহ অন্যান্য নেতারা।
পরে সাম্যবাদী দল, জাসদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্যরাও শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়।