বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত - Women Words

বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেয়া হল।

রোববার আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে শিল্পমন্ত্রী আমির হোসনে আমু সাংবাদিকদের জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে  ১২ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে দুই বার বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে মন্ত্রিসভা কমিটির এই ‘বিশেষ’ বৈঠক হয়, যাতে সভাপতিত্ব করেন আমু।

পিস টিভি হল জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। এই টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের বিষয়ে  ব্যাখ্যা দেন জাকির নায়েক। যা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে।

গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দুইজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন।  তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণ আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলেও খবরে প্রকাশ পেয়েছে।

এ বিষয়টি প্রকাশ্যে আসার পর, জঙ্গিবাদে উৎসাহ জোগানের অভিযোগ নিয়ে এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ে তার অফিস ঘিরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

শুক্রবার ভারতের সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমরা অভিযোগ তদন্ত করছি। কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি।”

বাংলাদেশেও যে পিস টিভির সম্প্রচার বন্ধ করা হতে পারে, সে ইংগিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কথায় গতকাল শনিবারই পাওয়া গিয়েছিল।

দেশের শীর্ষ স্থানীয় একটি নিউজ পোর্টালকে তিনি বলেছিলেন, “এই টিভিটি সম্পর্কে কিছু অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে। এগুলো খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের অফিস খুললেই কাজ শুরু হবে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারের স্ট্যান্ড আমরা স্পষ্ট করব।”

সূত্রঃ বিডিনিউজ