বর্ণিল আয়োজনে ‘সহজ পরব’র তিনদিনব্যাপি উৎসবের উদ্বোধন - Women Words

বর্ণিল আয়োজনে ‘সহজ পরব’র তিনদিনব্যাপি উৎসবের উদ্বোধন

বাঙালি ঐতিহ্যের আবহে বর্ণিল আয়োজনে ‘সহজ পরব’ এর তিনদিনব্যাপি উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার সাউদার্ন এভিনিউয়ের নজরুল মঞ্চে উৎসবের উদ্বোধন করেন ভারতের কিংবদন্তী যন্ত্রশিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা।

উৎসবের প্রথমদিনে ছিলো সহজ যাত্রা, সঙ্গীত পরিবেশন, পন্ডিত শিবকুমার শর্মা নির্মিত সন্তুরের ওপর প্রামাণ্যচিত্র। এ ছাড়াও প্রদর্শিত হয় শ্রীখোল, বৃন্দবাদন, ঢাক-ঢোলবাদন, ঝুমুর নৃত্য, বেণিপুতুল, কথাকলি নৃত্য, বিহু, বাউল ও রণপা নৃত্য।

উদ্বোধনী দিনে সম্মাননা জানানো হয় বিশিষ্ট ঢোল বাদক বলরাম হাজরা, বাউল গান ও শ্রীখোল শিল্পী উমা দাসী এবং ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায়কে।

আজ শনিবার উৎসবের দ্বিতীয়দিনে সংগীত পরিবেশন করবেন নন্দিত কণ্ঠশিল্পী বিদুষী শুভা মুদগল। কবিগান পরিবেশন করবেন অসীম সরকার। বাংলাদেশের জনপ্রিয় লোকগানের দল ‘জলের গান’ এর পরিবেশনাও থাকবে আজ। সাথে মারুনি নৃত্য।

তিনদিনব্যাপি অনুষ্ঠান আগামীকাল রোববার শেষ হচ্ছে।

Sohoj-02-Women-words

Sohoj-03-Women-words

 

এ সংক্রান্ত অন্য সংবাদ পড়ুন-
‘সহজ পরব’র তিনদিনব্যাপি উৎসবের উদ্বোধন আজ