পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা - Women Words

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

নারায়ণগঞ্জে এক শিশুর পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির নাম সাগর বর্মণ (১০)।

উপজেলার যাত্রামূড়া এলাকায় রোববার দুপুর ১২টার দিকে জোবেদা গ্রুপের এখলাছ স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। সাগর ওই কারখানার রিং বিভাগের শ্রমিক হিসেবে কাজ করত।

সাগর তাঁর পরিবারের সাথে রূপগঞ্জের দিঘি বরাবো এলাকায় ভাড়া থাকত। সাগরের বাবার নাম রতন বর্মণ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় ওই কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে। কম্প্রেসর মেশিনটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে র‍্যাব-১১ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, কারখানার অন্য শ্রমিকরা দুপুর ২টার দিকে মিলের একটি পাম্প থেকে সাগরের পায়ুপথে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো.ফিরোজ বলেন, সাগরের পেট অস্বাভাবিক ফোলা ছিল। মলদ্বারে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

গত বছরের ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের মোটরসাইকেল গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে রাকিব হাওলাদারকে (১২) হত্যা করা হয়। এই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।