‘পরম্পরা’: বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী - Women Words

‘পরম্পরা’: বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী

বাবা শ্রীবাস বসাক ও মেয়ে উর্মিলা শুক্লার যুগল ছবির প্রদর্শনী। তাই এর শিরোনাম দেয়া হয়েছে ‘পরম্পরা’। আজ সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ আয়োজনের উদ্বোধন হবে।

প্রদর্শনীর আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, ‘আমাদের বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী ‘পরম্পরা’তে আপনাকে নিমন্ত্রণ। ভীষণ ব্যস্ত এই সময়ে একটু সময় বের করে নেবেন আমাদের স্বপ্ন পূরণে শামিল হতে। দেয়ালে টাঙানো ছবিগুলো আপনার মুখশ্রী দেখার অপেক্ষায় রইলো।’

‘পরম্পরা’র ছবিগুলো সবার জন্য উম্মুক্ত। প্রদর্শনীটি চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।

শ্রীবাস বসাক ও ঊর্মিলা শুক্লা দুজনই ঢাবি চারুকলারই প্রাক্তন শিক্ষার্থী। তাই এই প্রাঙ্গণে যুগল প্রদর্শনী তাদের কাছে স্বপ্নের মতো। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

প্রাচ্যনাট ও জলের গানের প্রতিষ্ঠাতা সদস্য রাহুল আনন্দের সহধর্মিণী হলেন ঊর্মিলা শুক্লা। রাহুল নিজেও ঢাবি চারুকলার প্রাক্তন শিক্ষার্থী।