পপুলারের টয়লেটে নারীর ছবি তোলার অভিযোগে কর্মী গ্রেপ্তার - Women Words

পপুলারের টয়লেটে নারীর ছবি তোলার অভিযোগে কর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে এক নারী রোগীর ছবি তোলার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই প্রতিষ্ঠানের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম হাসিবুর রহমান (২৭)। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের টেলিফোন অপারেটর হিসাবে কর্মরত।

গতকাল শনিবার সকালে নিকুঞ্জ থেকে আসা এক রোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার এসআই খায়রুল ইসলাম জানান।

খায়রুল ইসলাম বলেন, “ওই নারী শনিবার সকালে তার মাকে নিয়ে প্রশ্রাব পরীক্ষার জন্য পপুলারে আসেন। সকাল ৮টার দিকে নীচতলার বাথরুমে ঢোকার পরপরই তিনি লক্ষ্য করেন, পাশের বাথরুমের নীচ দিয়ে মোবাইলে কে যেন ছবি তুলছে।”

“এরপর তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পাশের বাথরুম থেকে হাসিবুর রহমানকে মোবাইলসহ ধরে ফেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।”

তার কাছ থেকে মোবাইল জব্দ করা হয়েছে এবং মোবাইলটি পরীক্ষার জন্য সিআইডি কাছে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খায়রুল বলেন, মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ধারায় দায়ের করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দুইলাখ টাকা অর্থদণ্ড হতে পারে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মোসাদ্দেক হোসেন বলেন, “আমরা হাসিবুরকে ধরে পুলিশের কাছে দিয়েছি।”

সূত্র: বিডিনিউজ২৪