পদার্থে নোবেল পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত তিন মার্কিন বিজ্ঞানী - Women Words

পদার্থে নোবেল পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত তিন মার্কিন বিজ্ঞানী

নিজেদের তাত্ত্বিক পাটাতনে পদার্থের আন্দোলিত অবস্থার দিশা দেওয়ার অবদানস্বরূপ পদার্থে নোবলে পুরস্কার দেওয়া হয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত তিন মার্কিন বিজ্ঞানীকে ।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। তারা হলেন ডেভিড জে থুলেস, এফ ডানকান এম হালডেন ও জে মাইকেল কোস্টারলিটজ। তাদের গবেষণা ইলেকট্রনিক্সে বিপুল অগ্রগতি আনবে বলে আশা প্রকাশ করেছে সুইডিশ একাডেমি।

physics-nobel-02-women-wordsসুইডিশ নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন বিজ্ঞানী এক অজানা দিশার সন্ধান দিয়েছেন, যেখানে পদার্থ বিচিত্র বাস্তবতায় বদলে যেতে পারে। কঠিন, তরল ও বায়বীয় এই তিন অবস্থার একটি থেকে অন্যটিতে পরিবর্তিত হওয়ার সময় পদার্থ ওই বিচিত্র দশায় অবস্থান করে। এই দশাকে শনাক্ত করতে গাণিতিক ব্যখ্যা ব্যবহার করার জন্যই তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। গবেষণায় তারা সুপার কন্ডাক্টর, সুপার ফ্লুইড ও পালতা ম্যােগনেটিক ফিল্মের আচরণ বুঝতে উচ্চতর গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছেন। তাদের এই পথ দেখানো গবেষণার ফলে ইলেক্ট্রনিক্সে নতুন সম্ভাবনার দিশা পাওয়া গেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়, এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে দুই ভাগে। প্রথম ভাগের পুরস্কার পাবেন বিজ্ঞানী ডেভিড থুলেস। অন্য ভাগের পুরস্কার পাবেন বাকি দুই বিজ্ঞানী।
রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তিন বিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন থুলেস। বাকিটা হালডেন ও কোস্টারলিটজ ভাগ করে নেবেন।

উল্লেখ্য, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরষ্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি।
যদিও পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধায়ন করা এবং নোবেল পুরষ্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। আর বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

১৯০১ সালের পর এ নিয়ে এ পর্যন্ত মোট ২০৪ জন পদার্থে নোবেল পুরস্কার জিতলেন।

আজ মঙ্গলবার এ বিষয়ে ১১০তম নোবেল পুরস্কার ঘোষণা করা হলো। নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার রসায়ন, শুক্রবার শান্তি, সোমবার অর্থনীতির ওপর নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আর সাহিত্যের জন্য নোবেল পুরস্কারের তারিখ ১৩ই অক্টোবর।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান