কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয় - Women Words

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়

অলিম্পিকের শিরোপা জয়ের পর থেকে জয়ের মধ্যেই আছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে তারা আজ ২-১ গোল ব্যবধানে হারিয়েছে কলম্বিয়াকে।

বাংলাদেশ সময় আজ (বুধবার) সকালে ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

পাঁচদিন আগে একুয়েডরকে ৩-০ গোলে হারানো দলের একাদশ নিয়েই খেলতে নামেন নতুন কোচ তিতে। খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তার শিষ্যরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। দেশের হয়ে ইন্টার মিলানের ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩৬তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেস রদ্রিগেসের উঁচু পাস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করতে গিয়ে গোলরক্ষক আলিসনের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন মারকিনিয়োস। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে উইলিয়ানের বাড়ানো বল ঠিকমতো নিয়ন্ত্রণে না নিতে পেরে গোলের সুযোগ হারান রেনাতো আউগুস্তো। পুরো ম্যাচে দারুণ খেলা নেইমার ব্রাজিলকে এগিয়ে নেন ৭৪তম মিনিটে। কৌতিনিয়োর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নীচু শটে এবার অসপিনাকে পরাস্ত করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৪৮টি। শেষ পর্যন্ত তাঁর দল জিতে ২-১ গোল ব্যবধানে। তবে নেইমারসহ সতীর্থদের একাধিক গোলের সুযোগ মিস না হলে ব্যবধান আরো হতে পারত।

দারুণ এই জয়ে আট ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হলো ১৫। প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।