নববর্ষে যৌন নিপীড়নের ঘটনায় একজনের বিরুদ্ধে চার্জশীট - Women Words

নববর্ষে যৌন নিপীড়নের ঘটনায় একজনের বিরুদ্ধে চার্জশীট

বাংলা বর্ষবরণের দিন ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে মোহাম্মদ কামাল নামে একজনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই।

পিবিআই এর উপ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার জানিয়েছেন, সিসিটিভির ভিডিও ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোহাম্মদ কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। তবে, তার চারপাশে থাকা অন্যদের শনাক্ত করা যায়নি বলে বলেছেন। চার্জশীট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বনজ কুমার মজুমদার আরো বলেছেন, মোহাম্মদ কামাল তাদের কাছে ঐ ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

এ বছরের জানুয়ারিতে মোহাম্মদ কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

২০১৫ সালের ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ উৎযাপনের সন্ধ্যায় টিএসসির পাশে সোহ্‌রাওয়ার্দী উদ্যানের গেটে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের লাঞ্ছিত করে। গত বছরের ১৩ই ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানান যে নারীদের যৌন হয়রানির অভিযোগের তদন্তে পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। এরপর সেটি আদালতে উঠলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষাপটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পুনরায় তদন্ত করতে বলে।

ফেব্রুয়ারিতে ঐ ঘটনা নতুন করে তদন্তের আদেশ দেয় ঢাকার একটি আদালত।

সূত্র : বিবিসি