দুই বাংলাদেশী খুনের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ - Women Words

দুই বাংলাদেশী খুনের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদে’র ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় অসকার মোরেল (৩৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, হত্যার পাশাপাশি অবৈধভাবে অস্ত্র বহনের দুটি ঘটনায়ও ওই ব্যক্তির বিরুদ্ধে সোমবার অভিযোগ আনা হয়েছে। যদিও এই হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওই মুখপাত্র।

স্থানীয় সময় শনিবার প্রায় ১টা ৫০মিনিটে কুইন্সের ওজনপার্ক এলাকায় পেছন দিকে থেকে এসে আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার প্রতিবেশী থেরাউদ্দিনকে (৬৪) খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়। এসময় ঘটনাস্থলে মৃত্যু হয় আকুঞ্জির। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় থেরাউদ্দিনের।

ঘটনার দিনই এক সাইকেল আরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালানোর ঘটনায় মোরেলকে গ্রেফতারের পর হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। নিউ ইয়র্ক সিটির গোয়েন্দা প্রধান রবার্ট ব্রাইস বলেন, ‘এখন পর্যন্ত আমার যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে আমাদের বিশ্বাস, ইনিই সেই ব্যক্তি।’

এ সংক্রান্ত অন্য সংবাদ
যুক্তরাষ্ট্রে ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা