প্রধানমন্ত্রীর বিমানের তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ - Women Words

প্রধানমন্ত্রীর বিমানের তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ

হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করেছে। তবে প্রধানমন্ত্রীসহ বিমানের সবাই নিরাপদে আছেন।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রীকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছে দেওয়ার জন‌্য বিকল্প ভাবা হচ্ছে বলে। তিনি বলেন, ‌‘একটা ইঞ্জিনে ফুয়েল প্রেশার কমে যাচ্ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে সবচেয়ে কাছে বিমানবন্দর হিসেবে আশখাবাদে অবতরণ করেছে।’

পানি সম্মেলনে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার সকালে বুদাপেষ্টের উদ্দেশ‌্যে ঢাকা ত‌্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। তাদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিবিসি ১০১১ (বিজি১০১১) সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত‌্যাগ করে।

বিমানের মহা ব‌্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ জানিয়েছেন, উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু রয়েছেন। তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। এরই মধ‌্যে ত্রুটি সারানো হয়েছে, টেস্ট রান চলছে।’ তাছাড়া সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়া বিমানের বিজি০০১ ফ্লাইটকেও বিকল্প ব‌্যবস্থা হিসেবে ঘুরিয়ে তুর্কমেনিস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।

সূত্র : বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪