তামিম ইকবালের সপ্তম শতক - Women Words

তামিম ইকবালের সপ্তম শতক

মোহাম্মদ নবীর বলে তামিম ইকবালের একেবারে সহজ ক্যাচ ফেলে দেন আফগান অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। তামিমের সংগ্রহ তখন মাত্র ১ রান। জীবন ফিরে পেয়ে নিজেকে যেন মেলে ধরলেন বাংলাদেশ দলের বাঁ হাতি এই ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে  শনিবার তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি।  

সাকিব আল হাসানকে ছাড়িয়ে তামিম এখন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। মাত্র ১১ রানেই শেষ হয়েছে সৌম্য সরকারের ইনিংসটি। দলীয় ২৩ রানের মাথায় তাঁর ফেরাটা শঙ্কার জন্ম দেয়। তখন তামিম ইকবাল ও সাব্বির রহমান দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন শক্ত হাতেই।

তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়ে নিজেকে আজ মেলে ধরেন সাব্বির। তামিমের সঙ্গে তাঁর ১৪০ রানের দারুণ জুটি গড়ে ওঠে। তাঁর ইনিংস শেষ হয়েছে ৬৫ রানে। ৭৯ বলে ৬ চার ও ৩ ছয়ে সাজানো সাব্বিরের ইনিংসটি বড় হতে পারত। কিন্তু রহমত শাহর বলে নওরোজ মঙ্গলকে ক্যাচ দেন তিনি।

মোহাম্মদ নবির বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে আজট হন  তামিম ইকবাল (১১৮ বলে ১১৮)।

টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ।