জয়ললিতার শেষকৃত্য আজ বিকেলে, তামিলনাড়ুতে ৭ দিনের শোক - Women Words

জয়ললিতার শেষকৃত্য আজ বিকেলে, তামিলনাড়ুতে ৭ দিনের শোক

তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্য মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শেষকৃত্যের আগে জয়ললিতার মরদেহ তার বাসভবন পোয়েস গার্ডেনে রাখা হবে। পরে তাকে নিয়ে যাওয়া হবে রাজাজি হলে। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকাল সাড়ে ৪টায় ম্যারিনা বিচের ড. এমজিআর মেমোরিয়ালে জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এখানে এর আগে আরও ছয় প্রয়াত মুখ্যমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, জয়ললিতা জয়রামের মৃত্যুতে ভারতের তামিলনাড়ু রাজ্যে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজ্য সরকার এই শোক ঘোষণা করে বলে জানায় বার্তা সংস্থা পিটিআই।

রাজ্যের মুখ্যসচিব পি রামা মোহনা রাও এক প্রজ্ঞাপনে সাত দিনের এই শোক ঘোষণা করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার (আজ) থেকে রাজ্যে সাত দিনের শোক পালন শুরু হবে। শোক চলাকালে রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া তামিলনাড়ুর সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজ্যে শোক নেমে এসেছে।

জয়ললিতার মৃত্যুর পর তাঁর দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নতুন নেতা নির্বাচিত করা হয়েছে পনিরসেলভামকে। গত রাতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন, প্রথম আলো