ছেলের দেয়া আগুনে দগ্ধ পিতার মৃত্যু - Women Words

ছেলের দেয়া আগুনে দগ্ধ পিতার মৃত্যু

ফরিদপুরে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা বুধবার ভোরে মারা গেছেন।

নিহতের নাম নাম এ টি এম রফিকুল হুদা (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

রফিকুল পেশায় কনট্রাকটর এবং স্যানিটারি সামগ্রীর ব্যবসায়ী ছিলেন। তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার সামসুল হুদার ছোট ভাই।

নিহতের ভাই এ টি এম সিরাজুল হুদা বলেন, রফিকুল আজ ভোর চারটার দিকে মারা যান। তাঁর মরদেহ ফরিদপুরে আনা হবে।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা সামন্ত লাল সেন জানিয়েছেন, হুদার শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিলো। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিলো।

ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন আহমেদ জানিয়েছেন এই বছর এসএসসি পাস করা ১৭ বছরের কিশোর ছেলেটি বাবার কাছে নতুন মডেলের মোটরসাইকেল দাবি করেছিলো। তার একটি মোটরসাইকেল আগেই ছিলো। নতুন আরো একটি মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করেছিলো বাবা মা। গত বৃহস্পতিবার বিকেলে  সে ক্ষুব্ধ হয়ে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।  এতে তার বাবা রফিকুল হুদা গুরুতর দগ্ধ ও মা সিলভিয়া হুদা (৪০) সামান্য দগ্ধ হন। আগুনে কিশোরের শরীরের কিছু অংশ পুড়ে যায়।

তিনি জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের করেন নি পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে কোন মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরটি এই দম্পতিটির একমাত্র সন্তান।