চট্টগ্রামে কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে শ্লীলতাহানি - Women Words

চট্টগ্রামে কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে শ্লীলতাহানি

চট্টগ্রামে কন্যাশিশু দিবস পালনের অনুষ্ঠানে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শিশু একাডেমীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি  হুমায়ুন কবির (৪২) নগরের দামপাড়ার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. সাব্বির রাহমান । তিনি জানান, জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আসা চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আট মাসের দণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন ও আবিদা আজাদ।

সূত্র: প্রথম আলো