গর্ভপাত নিষিদ্ধের প্রতিবাদে পোল্যান্ডের নারীদের ধর্মঘট - Women Words

গর্ভপাত নিষিদ্ধের প্রতিবাদে পোল্যান্ডের নারীদের ধর্মঘট

পোল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ করে সরকারের নতুন প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন দেশটির নারীরা।

বিবিসি অনলাইনের খবরে প্রকাশ পেয়েছে, নারীরা কাজে যাচ্ছেন না, যাচ্ছেন না স্কুল কলেজেও, এমনকি করবেন না ঘরের কাজও। সোমবার সকাল থেকেই রাজধানী ওয়ারশ’তে বিক্ষোভকারীরা কালো কাপড় পড়ে মিছিল করছেন। দিনটির নাম তারা দিয়েছেন ব্ল্যাক মানডে বা কালো সোমবার।

ধর্মঘটে ইতিমধ্যেই যোগ দিয়ে নিজেদের দোকানপাট বন্ধ রেখেছে বহু প্রতিষ্ঠান।

পোল্যান্ডে গর্ভপাতকে পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব প্রথম এসেছিল স্টপ অ্যাবরশন নামে একটি গ্রুপের পক্ষ থেকে। এরপর বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হয়।

আইনটি যদি পাশ হয়,তবে আদালত সেই সব নারীদের পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারবে, যারা গর্ভপাত করাবেন। যেসব চিকিৎসক এ প্রক্রিয়ায় সহায়তা করবেন, তাদেরও শাস্তি দেয়া যাবে এ আইনের আওতায়।

আইসল্যান্ডে ১৯৭৫ সালে পালিত সর্বাত্মক নারী ধর্মঘটের মতই পালন হচ্ছে  পোল্যান্ডের নারীদের এই কর্মসূচি। তবে দেশটির বড় শহরগুলোর বাইরের এলাকাগুলোয় এই কর্মসূচি কতটা পালিত হচ্ছে সেটা জানা যায়নি।

এই কর্মসূচীর বিপরীতে অবশ্য পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গর্ভপাত বিরোধী বিক্ষোভও চলছে।

আইনটির বিপক্ষের মানুষেরা বলছেন, আইনটি পাস হলে কোন নারীর অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত গর্ভপাত ঘটলে সেটিও তদন্ত করে দেখা হবে। ফলে আইনটির অপব্যবহারের আশংকা রয়েছে।