খাদিজা হয়তো বেঁচে যাবেন: স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ - Women Words

খাদিজা হয়তো বেঁচে যাবেন: স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ

সিলেটে চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস হয়তো বেঁচে যাবেন বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলেছেন, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আজ শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে।

স্কয়ার হাসপাতালে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে। তাঁর মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা সোমবার পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল আলম। পরে অন্য শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বদরুলের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

খাদিজা ও বদরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সোমবার রাতে খাদিজার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

খাদিজা হত্যাকান্ডের ঘটনায় বুধবারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আসামী বদরুল।