কান্দিল হত্যার ঘটনায় সেই ধর্মীয় নেতাকে তলব - Women Words

কান্দিল হত্যার ঘটনায় সেই ধর্মীয় নেতাকে তলব

পাকিস্তানের মুফতি আব্দুল কাভির সঙ্গে তোলা সেলফি গত মাসে নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন সে দেশের মডেল কান্দিল বালোচ। এই পোস্টের জেরে দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে পদচ্যুত হয়ে হয়েছিল মুফতি কাভিকে। এখন এই হত্যার ঘটনার জিজ্ঞাসাবাদে আব্দুল কাভিকে তলব করেছে তদন্তকারী সংস্থা।

বালোচ হত্যার পর আব্দুল কাভি মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তানে ধর্মীয় নেতাদের নিয়ে মজা করবেন এমন সবার জন্যই এ ঘটনাটি একটি শিক্ষা হবে।’ তবে, তিনি কান্দিলকে ‘মাফ’করে দিয়েছেন বলেও জানিয়েছিলেন। তবে এখন মিস বালোচের হত্যায় নিজের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন মি. কাভি।

পরিবারের সম্মান নষ্ট করেছেন এ অভিযোগে মিস বালোচের ভাই তাকে শ্বাসরোধ করে গত সপ্তাহে হত্যা করে।

রবিববার কান্দিল বালোচকে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।