কমান্ডোদের জন্য আমরা গর্ব অনুভব করছি: সেনাবাহিনী - Women Words

কমান্ডোদের জন্য আমরা গর্ব অনুভব করছি: সেনাবাহিনী

সেনা সদরদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, গত তিনদিন ধরে ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আমাদের কমান্ডো সদস্যরা এই অভিযান পরিচালনা করছে। কমান্ডোরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে তাদের জন্য আমরা সকলেই গর্বিত। বিশেষ করে আপনারা সবাই তাদের জন্য গর্ববোধ করতে পারেন। দেশবাসীর দোয়ায় এখন পর্যন্ত আমাদের নিজেদের কোন ক্ষয়ক্ষতি ছাড়া খুব সুন্দর ও সফলভাবে এই অভিযান চলেছে।’

সিলেট নগরের শিববাড়ি এলাকার আতিয়া মহলে চলমান সেনা অভিযান নিয়ে প্রেস ব্রিফিং এ এ কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল। গতকাল রাত সাড়ে ৭টায় ঘটনাস্থলের অদূরে পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ এব্রিফিং অনুষ্ঠিত হয়।   

তিনি বলেন, এই অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তবে এরা শীর্ষ পর্যায়ের কোনো জঙ্গি কি-না সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমানে ওই ভবনের ভেতর আর কোনো জীবিত জঙ্গি নেই।

চার জঙ্গির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,ভবনের নিচতলায় চারটি মরদেহ পাওয়া গেছে। ইতিমধ্যে দুই জঙ্গির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাকি দুজনের লাশ এখনও ভবনের ভেতরে রয়েছে। বাকি দুটো ডেডবডির মধ্যে সুইসাইড ভেস্ট লাগানো আছে। যে অবস্থায় আছে, তাদেরকে ওইখান থেকে বের করাটা খুব ঝুঁকিপূর্ণ। এই ডেডবডিগুলো কীভাবে বের করব, সেজন্য আমরা পরিকল্পনা করছি।’

অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, বর্তমানে সেখানে তল্লাশি চলছে। অভিযান শেষ হলে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসবে এবং ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল জানান, পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক রয়েছে এগুলো যদি বিস্ফোরণ ঘটে তাহলে ভবনের অংশ বিশেষ ধ্বংস হয়ে যেতে পারে।

তিনি বলেন, বর্তমানে যে অবস্থায় আছে এটা খুব ঝুঁকিপূর্ণ এবং সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে। এই অপারেশনে আরও হয়ত কিছু সময় লাগতে পারে। আমাদের ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা বাকি কাজটুকু এগিয়ে নিয়ে যাব।’

তিনি বলেন, ‘যে চার জন এখানে ছিল তারা মোটামুটি বেশ ওয়েল ট্রেইন্ড এবং তাদেরকে খুজে বের করে নিষ্ক্রিয় করা হলো বা হত্যা করা হলো এটা কিন্তু আমাদের জন্য বিশেষ করে সেনাবাহিনীর জন্য বিশাল বড় সফলতা আমি বলতে পারি।’

নিহতদের মধ্যে কোনো শীর্ষ জঙ্গি আছে কিনা জানতে চাইলে এই সেনা কর্মকর্তা বলেন, এটা আমি এখুনি নিশ্চিত করে বলতে পারছি না। সেই আইডিন্টিফিকেশন প্রসেস মতো চলবে এবং সেটা পুলিশ, র‌্যাব তারা তাদের নমুনা সংগ্রহ করবে এবং পরে নিশ্চিত করে কে কি ছিল সেটা বলতে পারবে।’