আহত কলেজছাত্রী খাদিজা সিলেটে - Women Words

আহত কলেজছাত্রী খাদিজা সিলেটে

প্রায় চার মাস পর সিলেটে ফিরেছেন কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস। বুধবার বেলা আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে সেখান থেকে ২টা ৪০ মিনিটের সময় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হলেও আজ  বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে খাদিজাকে অনেকটা সুস্থ মনে হয়েছে।

এ সময় খাদিজার সঙ্গে ছিলেন ভাই শাহীন আহমদ। এছাড়া বিমানবন্দরে তার বাবা মাসুক মিয়া উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে খাদিজার ভাই শাহীন জানান, এক সপ্তাহের জন্য তাকে সিলেট নিয়ে আসা হয়েছে। পরে আবারও চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে।

গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে বের হন খাদিজা। তখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম চাপাতি দিয়ে খাদিজাকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। তারপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৮ নভেম্বর স্কয়ারের চিকিৎসকদের পরামর্শে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয় তাকে।