আজ মহাসপ্তমী - Women Words

আজ মহাসপ্তমী

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এর মধ্য দিয়ে শুরু হলো মূল পূজা।

সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে শুরু হয় আজকের কার্যক্রম। পঞ্জিকা অনুসারে সকাল ৮টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে শুনা যাচ্ছে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি। এ ছাড়া পূজার মন্ত্রোচ্চারণ, আরতি আর মাইকের আওয়াজে মাতোয়ারা পূজা মণ্ডপগুলো। হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এসব মণ্ডপে ঘুরতে আসছেন, তাই এই উৎসব সার্বজনীন রূপ নিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠীপূজার মাধ্যমে সূচনা হয় শারদোৎসবের। এদিন দুর্গতিনাশিনী দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা।

এ বছর ঢাকা মহানগরীর ২২৯টিসহ সারাদেশে মোট ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের সব নাগরিকই এ দেশের মানুষ। এখানে শুধু ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলে কিছু নেই। দেশে যারা জঙ্গি ও সন্ত্রাসী, তারাই শুধু সংখ্যালঘু। গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা দেখতে গিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে। সবাই মিলে আমরা একসঙ্গে বসবাস করছি। এখন ঈদ-পূজা আর কোনো ধর্মের মানুষের একার অনুষ্ঠান নয়। পুরো দেশেই পূজা হচ্ছে। সেখানে সব ধর্মের মানুষই উৎসবে শামিল হচ্ছেন। পারস্পরিক সম্প্রীতির বন্ধনে বাঙালিদের হাজার বছরের যে ঐতিহ্য, তাই আমরা লালন করছি। তিনি ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরের পূজারিদের উদ্দেশে বলেন, নির্মল আনন্দে আপনারা সবাই যাতে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভয়ভীতির কোনো কারণ নেই।

সূত্র: সমকাল