আগাম নির্বাচন চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - Women Words

আগাম নির্বাচন চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

হঠাৎ করেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় আগাম নির্বাচনের পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি। খবর বিবিসির।

তিনি বলেন, ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন।

এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তার এই ঘোষণা অনেককেই অবাক করবে।

মে বলেন, ব্রিটেনে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর পর এখন দেশটিতে প্রয়োজন নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং দৃঢ় নেতৃত্ব।

আগামী বছরগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তা কেবল একটি নির্বাচনের মাধ্যমেই পাওয়া সম্ভব বলে জানান তিনি।

থেরেসা মের এই আগাম নির্বাচনের প্রস্তাব নিয়ে আগামী বুধবার হাউজ অব কমন্সে ভোটাভুটি হবে বলে।

ব্রিটেনে বর্তমান সংসদে মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।