হাইতিতে হারিকেনের তান্ডবে নিহত ৮৪২ - Women Words

হাইতিতে হারিকেনের তান্ডবে নিহত ৮৪২

হাইতিতে হারিকেন ম্যাথিউ এর আঘাতে আট শতাধিক লোক নিহত হয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন সরকারি সংস্থার খবরে মৃতের মোট সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। নিহতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। নাগরিক সুরক্ষা কমিটি, উদ্ধারকারী দল এবং স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনে ৮৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং এর আশপাশের শহর ও গ্রামে বেশি ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার ঘণ্টায় ২৩০ কিলোমিটার ঝড়ো হাওয়া নিয়ে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে এই ঘূর্ণিঝড়। ম্যাথিউকে ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে ধরা হচ্ছে।

হারিকেনটি কিউবার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে।