You are here
নীড়পাতা > প্রতিবেদন > সিলেটের শিববাড়িতে ২ দফা বোমা বিস্ফোরণে নিহত ৩

সিলেটের শিববাড়িতে ২ দফা বোমা বিস্ফোরণে নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় শনিবার দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন।

সেনাবাহিনীর নেতৃত্বে চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জঙ্গি আস্তানা আতিয়া মহলের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের মূল সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় এক যুবককে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম ওয়াহিদুল ইসলাম অপু। সে দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার সিরাজুল ইসলাম আওলাদের ছেলে। তিনি মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং  দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

এ ঘটনার পর রাত আটটার দিকে একই এলাকার কাছাকাছি পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি অবিস্ফোরিত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই পরিদর্শক নিহত এবং র‌্যাব ও পুলিশের সাতজন সদস্য আহত হন। নিহতরা হচ্ছেন, পুলিশের পরিদর্শক মনির ইসলাম ও চৌধুরী মোহাম্মদ আবু কয়সর। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটলো।

Similar Articles

Leave a Reply