You are here
নীড়পাতা > অন্য মাধ্যমে প্রকাশিত > শ্রীলঙ্কান মেয়ে নালিসা এখন মানিকগঞ্জের বউ

শ্রীলঙ্কান মেয়ে নালিসা এখন মানিকগঞ্জের বউ

Your ads will be inserted here by

Easy Plugin for AdSense.

Please go to the plugin admin page to
Paste your ad code OR
Suppress this ad slot.

শ্রীলঙ্কান মেয়ে নালিসা এখন মানিকগঞ্জের বউ। নালিসা এবার ঈদ করবে মানিকগঞ্জের হাটিপাড়ার শ্বশুর বাড়িতে। তার বর সুজন। দুজনেই কর্মসূত্রে বাহরাইন প্রবাসী। বাহরাইনেই তাদের পরিচয়, তিন বছরের প্রেম।

এরা মাত্র কদিন আগে বাহরাইন থেকে সোজা মানিকগঞ্জের হাটিপাড়ায় চলে এসেছে। লক্ষ্য, বিয়ের পর্ব সেরে ফেলা আর ঈদের ছুটি কাটানো। আজ সুজন- নালিসা জুটি এসেছিল নোটারি পাবলিকের কাছে তাঁদের বিয়ে সংক্রান্ত আইনী পর্ব সারতে। এরপর কাজীর দরবারে।

এসময় তাদের সাথে ছিল সুজনের পরিবারের গুরুজনেরা।

নাসিলা খুব খুশি,বলতে না পারলেও বাংলাটা মোটামুটি বোঝে, ইংরেজি, হিন্দি ভালো জানে।

আমাদের দেশ তার খুব ভালো লেগেছে, আমরা সবাই নাকি খুব ভালো। আমাদের দেশটাও নাকি তার দেশের মতই।

অ্যাডভোকেট দীপক ঘোষের অফিসে মিষ্টিমুখ আর ফুলেল শুভেচ্ছার সাথে চলেছে ধুমছে ফটোসেশন। এসময় নালিসাকে দেখে একবারের জন্যও মনে হয়নি সে নতুন কোন দেশে এসেছে, আমাদেরও মনে হয়নি নালিসা ভিনদেশী।

শুভ কামনা নালিসা,সুজন।চিরসুখী হও,আনন্দে কাটুক আগামী।

সাইফুদ্দিন আহমেদ নান্নুর ফেসবুক থেকে।

Similar Articles

Leave a Reply