
রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ, তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ এবং পূর্ণ মানবিক সহায়তা পৌছানের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। গত বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে লেখা এক চিঠিতে তিনি এই আহবান জানান।
রোহিঙ্গাদের কাছে পূর্ণ মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ওই চিঠিতে যুক্তরাজ্যকে আহ্বান জানান রুশনারা আলী । চিঠিতে তিনি বলেন, ‘যে সব রোহিঙ্গা গৃহহারা হয়েছে, তাদের জরুরি ভিত্তিতে সুরক্ষা দরকার।’ রোহিঙ্গাদের টার্গেট করে সংঘটিত সহিংস ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।’ রোহিঙ্গাদের যেন আর মানবাধিকার লঙ্ঘিত না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি চিঠিতে উল্লেখ করেন।
জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে এই ব্রিটিশ এমপি বলেন, ‘ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা গৃহহারা হয়েছে। অনেকেই বাংলাদেশে ঢোকার জন্য সীমান্ত অতিক্রম করছে।’
এসময় হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা স্যাটেলাইটের মাধ্যমে ধারণকৃত কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, একাধিক রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। ইউএনএইচসিআরকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, ‘নিরাপত্তা অপারেশন শুরু হওয়ার পর হাজার-হাজার রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে।’
সূত্র : বাংলা ট্রিবিউন