You are here
নীড়পাতা > প্রতিবেদন > নারী- ৩য় পর্ব

নারী- ৩য় পর্ব

Mustak AHmed

প্রকৃতির নিত্যলীলা মাঝে
আত্মপরিচয়
সংগোপনে সন্ধি করে
তোমার সাথে।
সাজ-দর্পনের সামনে
ঘুরেফিরে নিজেকে দেখ
কারণে অকারণে,
তোমার আপন ভুবনে
তুমি ইচ্ছেখেলায় মেতে ওঠো
আনন্দ বিলাসে;
পরাজয়েও হেসে ওঠো
খিলখিল করে।
তোমার ভালোলাগে নীল আকাশ
নীল সমুদ্দুর,
ভালোলাগে প্রথম বর্ষার কদমফুল
উড়ে যাওয়া প্রজাপতি
হাসনাহেনার গন্ধ অথবা
উদীয়মান সূর্যের লাল আভা।
“যৈবতী কইন্যার অভিলাষী মন”
ডালপালা মেলে
বর্ণিল ময়ুরের মত;
অমারজনীতেও চন্দ্রের টান
অনুভব কর তুমি
একান্ত গোপন কুঠুরে,
সেই টানে শুকনা গাঙেও
জোয়ার আসে
ভিজিয়ে দেয়, ভাসিয়ে দেয়
ডুবিয়ে দেয় খরায় ফেটে যাওয়া
পলিমাটিরর স্তর।
তুমি ধারণ কর
প্রকৃতির অপার সৌন্দর্য ;
পৃথিবীর প্রথম মানবীর মত।
স্নানঘরে চারদেয়ালের ভেতর
পুলকিত তুমি
শিহরিত হও একফোঁটা
জলের স্পর্শে,
নুয়ে পড় লজ্জাবতী গাছটির মত;
স্নিগ্ধ জলধারায় তর্জমা কর তুমি
আদি হাওয়া-পুরাণ।
তোমার ভেজা চুলে দোল খায়
অচেনা ভুবনের
অগ্রন্থিত বাণী;
নারী!
আপন ভুবনে মগ্ন তুমি
চোরাবালি দেখেছো?
তোমার জন্য তৃতীয় পাঠ
নন্দিত নরকের
সোনায় মোড়ানো চৌকাঠ।

 

 

 

 

Similar Articles

Leave a Reply