ঢাবির সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের প্রতিবাদ - Women Words

ঢাবির সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরিধান সংক্রান্ত নোটিশটি ভুয়া বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ সাবিতা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অত্র হলের মেয়েদের পোশাক পরিধান সংক্রান্ত একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত নোটিশ অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, উক্ত বিকৃত নোটিশটি হল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নয়। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার(২৩ আগস্ট ) থেকেই ফেসবুকে সুফিয়া কামাল হলের ছাত্রীদের পোশাক পরিধান সম্পর্কিত নোটিশটি ভাইরাল  হয়ে যায়। এতে বলা হয়, হলের অভ্যন্তরে দিন কিংবা রাতে কখনো অশালীন পোশাক পরে (সালোয়ারের ওপর গেঞ্জি) ঘোরাফেরা করা এবং হল অফিসে কোনো কাজে যাওয়া যাবে না। আর কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।

আরও জানতে ক্লিক করুন

 

‘সালোয়ারের ওপর গেঞ্জি’ পরা নিষেধ