You are here
নীড়পাতা > প্রতিবেদন > টুইঙ্কলের জন্মদিনে কি করছেন অক্ষয়!

টুইঙ্কলের জন্মদিনে কি করছেন অক্ষয়!

লেখক ও বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না ৪৩ বছর পূর্ণ করলেন আজ শুক্রবার। কয়েক দিন আগেই সপরিবারে কেপটাউনে পাড়ি দিয়েছেন টুইঙ্কল-অক্ষয় ও তাঁদের মেয়ে নিতারা। সেখানেই হলিডে মুডে চলছে বার্থডে সেলিব্রেশন।

টুইঙ্কলের পছন্দের হলিডে ডেস্টিনেশন দক্ষিণ আফ্রিকা। তাই বর্ষবরণ ও জন্মদিনকে মাথায় রেখে সেখানেই গিয়েছেন অক্ষয়রা। আফ্রিকান পোর্ট শহরের পাহাড় ঘেরা রাস্তায় জন্মদিনের সকালে লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন দম্পতি। চালকের আসনে বসা অক্ষয় এবং পাশের সিটে বসে টুইঙ্কল। কোনও জাঁকজমক, কোনও হইহই নয়। টুইঙ্কলকে নিয়ে একেবারে একান্তে কোয়ালিটি টাইম কাটানোতেই বিশ্বাসী বলিউডের ‘খিলাড়ি’।

শুক্রবার এই বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়। ক্যাপশনে লিখেছেন, যাঁর জন্য অ্যাডভেঞ্চার আর আনন্দে ভরা হয়েছে জীবনের সব জার্নি, আমার জীবনের সেরা সঙ্গী! শুভ জন্মদিন টিনা।

সোশ্যাল মিডিয়ায় দু’জনের এমন ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে।

 

 

Similar Articles

Leave a Reply