You are here
নীড়পাতা > সংবাদ > বাংলাদেশ > গুলশান হামলার সব তথ্য আগেই জানতামঃ স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশান হামলার সব তথ্য আগেই জানতামঃ স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশান ও শোলাকিয়া হামলার সব তথ্য আগেই গোয়েন্দা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ রোববার দুপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্য ছিল, গুলশান এলাকায় কিছু একটা ঘটতে পারে। এ কারণে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। এর পেছনে কারা, কারা এদের মদদ দিয়েছে, তা আমাদের জানা আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলশান ঘটনার তিন মিনিটের মাথায় আমাদের পুলিশ সদস্য এসআই ফারুক সেখানে যান। তার গুলিবিদ্ধ হওয়ার খবর কমিশনার জানতে পেরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে হামলাকারীরা ভেতরে কী অবস্থায় ছিল, জিম্মিদের কী অবস্থায় রেখেছিল, তা জানার জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছিল। এরপর আপনারা সবাই দেখেছেন, সেনাবাহিনীর নেতৃত্বে দক্ষতার সঙ্গে ১৩ মিনিটের মাথায় আমাদের অভিযান সফল হয়।’

কামাল বলেন, ‘শোলাকিয়ায়ও একই ধরনের হামলার চেষ্টা হয়েছিল, পুলিশ চেকপোস্টে আমাদের পুলিশ সদস্য নিহত হয়েছে।’

আসাদুজ্জামান খাঁন আরও বলেন, `আমার দুই ছেলেমেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমার মেয়ে আমাকে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কর্মকাণ্ডসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর দলগত আলোচনা (গ্রুপ সিটিং) হয় বলে জানিয়েছিল। কিন্তু আমার মেয়ের কথা বিশ্বাস হয়নি, মেয়ের কথা কানে নিইনি।’

আসাদুজ্জামান খান বলেন, ‘একসময় স্কলাস্টিকা স্কুল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কথা শুনলে মাথা উঁচু হয়ে যেত। এখন মাথা হেঁট হয়ে যায়।’ তিনি বলেন, ‘জঙ্গিবাদে যুক্ত তরুণের সংখ্যা কম। যাঁরা নিখোঁজ আছেন, তাঁরা কে কোথায় আছেন, সে সম্পর্কে তথ্য আছে। আমরা কঠোর হতে চাই না। আমরা বিপথগামীদের বলল তোমরা ফিরে এসো।’
সূত্রঃ প্রথম আলো, বাংলাট্রিবিউন

Similar Articles

Leave a Reply